পাসওয়ার্ড ছাড়াই পিডিএফ ফাইল খোলার উপায় কি?

0
পাসওয়ার্ড ছাড়াই পিডিএফ ফাইল খোলার উপায়!

পাসওয়ার্ড ছাড়াই পিডিএফ ফাইল খোলার উপায়:

অনেক সময় দেখা যায় বিভিন্ন পিডিএফ ফাইল আপনি সেন্ড করছেন বা পাচ্ছেন। খুলতে গিয়ে বাঁধে বিপত্তি। পাসওয়ার্ড চাওয়া হয়। এই পাসওয়ার্ড যিনি পাঠিয়েছেন তার কাছে থেকে নেওয়া খুবই ঝামেলা। আবার বারবার পাসওয়ার্ড দিয়ে পিডিএফ খোলাও বেশ সময় সাপেক্ষ।

চাইলেই খুব সহজে পাসওয়ার্ড ছাড়াই পিডিএফ ফাইল খোলা যায়। চলুন জেনে নেওয়া যাক এর উপায়:

  • প্রথমে অ্যাকরোবাট প্রো-তে পিডিএফ ফাইলটি খুলুন।
  • এরপর পাওয়া যাবে ‘চুজ টুলস’ অপশন।
  • এখান থেকে বেছে নিন এনক্রিপ্ট ও তারপর রিমুভ সিকিউরিটি।

যদি আপনার ডকুমেন্টটি ‘ডকুমেন্ট ওপেন’ পাসওয়ার্ড থাকে। সেক্ষেত্রে বেছে নিতে হবে ‘ওকে’ অপশন। আর যদি পারমিশন পাসওয়ার্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে একবার সেই পাসওয়ার্ড দিয়ে ‘ওকে’ ক্লিক করলেই ওই পিডিএফে থাকা পাসওয়ার্ড মুছে যাবে। পরবর্তিতে খুলতে আর পাসওয়ার্ড লাগবে না।

অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে:

  • বিল্ট ইন পিডিএফ ভিউয়ারের মাধ্যমে পিডিএফ ফাইলটি খুলতে হবে।
  • ফাইলটি আনলক করতে পাসওয়ার্ডটি দিতে হবে।
  • এরপর বেছে নিন আইকন, তারপর শেয়ার ও প্রিন্ট আইকন বেছে নিতে হবে।
  • এরপর বেছে নিন কোথায় সেভ করবেন কোথায়। সিলেক্ট করুন ‘প্রিন্ট টু পিডিএফ’। এরপর পাসওয়ার্ড ছাড়াই খুলতে পারবেন।

Source: Adobe.com


Post a Comment

0Comments
Post a Comment (0)