All About IELTS

All About IELTS

আইইএলটিএস (IELTS) কী?

IELTS হল - International English Language Testing System

I  =  International (আন্তর্জাতিক)
E  =  English (ইংরেজি)
L  =  Language (ভাষা)
T  =  Testing (পরীক্ষণ)
S  =  System (পদ্ধতি)


সুতরাং যে আন্তর্জাতিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয় সেটাকেই সংক্ষেপে IELTS বলা হয়। IELTS কে আমরা 'আইয়েল্টস' হিসেবে উচ্চারণ করে থাকি। যাদের মাতৃভাষা ইংরেজি না এই পরীক্ষা মূলত তাদের জন্য।

IELTS পরীক্ষা দু’ধরনের হয়:

১.  একাডেমিক টেস্ট
২.  জেনারেল টেস্ট


যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক, তাদেরকে দিতে হয় একাডেমিক পরীক্ষা। আর মাইগ্রেশন, ট্রেনিং এবং প্রফেশনালদের জন্য জেনারেল। এই পরীক্ষায় সবাই অংশ নিতে পারেন, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এখানে বয়সেরও কোন বাধ্যবাধকতা নেই। বাংলাদেশে IELTS পরীক্ষা পরিচালনাকারী অন্যতম প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি।

টেস্ট ফরম্যাট:

Listening, Speaking, Reading এবং Writing এই চারটি বিষয়ের উপর IELTS পরীক্ষা হয়ে থাকে। এগুলো IELTS এর ভাষায় Module বলা হয়। Listening, Reading এবং Writing পরীক্ষা হবে একইদিনে। কিন্তু Speaking পরীক্ষা হবে এক সপ্তাহ আগে অথবা পরে।

গ্রেডিং সিস্টেম:

IELTS কোনো মার্কস নেই। আছে ব্যান্ড স্কোর। অর্থাৎ IELTS এ আপনি যে মার্কস পান তাকে বলা হয় ব্যান্ড স্কোর। এক্ষেত্রে 0-9 এর মধ্যে ব্যান্ড স্কোর প্রদান করা হয়। সাধারণত 6 বা তার উপরের স্কোর করতে পারলে সেটাকে ভালো ব্যান্ড স্কোর ধরা হয়।

আইইএলটিএস সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন